মোবাইল ফোনের মৌলিক ধারণা ও কার্যপ্রণালী কি কি - M.A IT FIRM

মোবাইল ফোনের মৌলিক ধারণা ও কার্যপ্রণালী কি কি

 

 মোবাইল ফোনের মৌলিক ধারণা ও কার্যপ্রণালী কি কি

আধুনিক প্রযুক্তিবিদ্যার অন্যতম প্রয়োগ হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহারের সময় আমাদের মোবাইল ফোনওয়ে নানাবিধ সমস্যা দেখা যায় মোবাইল ফোনের এই সকল সমস্যা সমাধান কলপে এর কম্পনেন্ট সমূহ টেস্টিং করা হয় টেস্টিং করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের টুলস ও ইকুইপমেন্ট টুলস এবং ইকুইপমেন্টে যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে মোবাইল ফোনের সঠিক সমস্যা শনাক্ত করা  আমরা মোবাইল ফোন সার্ভিসিং এবং ব্যবহৃত ব্যবহার এবং কম্পোনেন্টসমূহ টেস্টিং নিয়ে আলোকপাত করব

মোবাইল ফোনের মৌলিক ধারণা ও কার্যপ্রণালী কি কি

মোবাইল ফোন আমাদের নিত্য প্রয়োজনীয় একটি প্রযুক্তি যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি এবং এর সমস্যা সমাধান করা ও নিত্য প্রয়োজনীয় বিষয় সামরিক যোগাযোগ মাধ্যমের জন্য মোবাইল ফোন একটি কঠোর কঠোর ভূমিকা পালন করছে মোবাইল ফোনের মাধ্যমে আমরা দেশ-বিদেশের নানাবিধ খবরা খবর ও তথ্য প্রযুক্তির উন্নতির দিকে অগ্রসর হচ্ছে

সূচিপত্র: মোবাইল ফোনের মৌলিক ধারণা ও কার্যপ্রণালী

ভূমিকা

মোবাইল ফোন বলতে প্রথমত আমরা একটু যোগাযোগের মাধ্যমকে বুঝি এবং যেটাকে মোবাইল ফোন অথবা সালোর ফোন মুঠোফোন বা সেল ফোন হিসেবে বলা হয় তথ্যপ্রযুক্তির উন্নতির প্রকল্পের কারণে আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারছি বিগত দিনে মোবাইল ফোনের উদ্ভব হওয়ার থেকে বর্তমান সময় পর্যন্ত মোবাইল ফোনের যথেষ্ট পরিমাণ উন্নত হয়েছে এবং এর মৌলিক চাহিদা গুণ বেড়ে গিয়েছে মোবাইল ফোন যেমন আমরা আমাদের প্রয়োজনীয় কার্য সাধনের জন্য ব্যবহার করে থাকি ঠিক তেমনি মোবাইল ফোন আমাদের বিকৃত জীবনে অনেক ক্ষতি সাধন করে আসছে মোবাইল ফোনের সঠিক ব্যবহার এবং ভুল ব্যবহারের কারণে নানাবিদ সমস্যায় প্রতিনিয়ত আমরা ভুগছি 

মোবাইল ফোনের মৌলিক ধারণা কি

মোবাইল ফোনকে সেলুলার ফোন সেল ফোন মোটেও ফোন বলা হয় এটিকে সহজে যেখানে স্থানে নেওয়া যায় এবং ব্যবহার করা যায় বলে একে মোবাইল ফোন নামকরণ করা হয় বর্তমান বিশ্বে মোবাইল ফোনের সাথে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ব্যবস্থার অন্যতম মাধ্যম  কোন আত্মীয় বন্ধু বান্ধব বা অন্য কাউকে চিঠি পাঠিয়ে উত্তরে আশায় বসে থাকতে হয় না এই মোবাইলের মাধ্যমে এখন মুহূর্তের মধ্যে দেশ-বিদেশের যেকোন মানুষের সাথে সহজে যোগাযোগ করা সম্ভব 

মোবাইল ফোনের ব্যবহার আমাদের জীবনে একটি অবিচ্ছেদ অংশ হিসেবে দাঁড়িয়েছে এটি ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না মোবাইল ফোনের উন্নয়ন ও বিকাশ লাভের জন্য অনেকগুলো ধাপ ও পর্যায় অতিক্রম করতে হয়েছে অতিক্রমে ধাপ বা পর্যায় সমূহ হলে মোবাইল ফোন প্রজন্ম বা জেনারেশন।জেনারেশন বলতে আমরা বুঝি

  1. প্রথম প্রজন্ম          1st Genaration  1G
  2. দ্বিতীয় প্রজন্ম         2nd Genaration 2G
  3.  তৃতীয় প্রজন্ম         3rd  Genaration 3G
  4. চতুর্থ প্রজন্ম           4th  Genaration  4G
  5. পঞ্চম প্রজন্ম         5th  Genaration  5G

মোবাইল ফোনের মৌলিক ধারণা কি

মোবাইলের ফোনের ফাংশন কি কি আছে

মোবাইল ফোনের প্রাথমিক কাজ হল ভয়েস যোগাযোগ করা ল্যান্ড লাইন ফোন গুলোর মত মোবাইল ফোন সিস্টেম একজন ব্যবহারকারী ও অন্য একজন ব্যবহারকারীকে কল করতে এবং দূর থেকে কথা বলতে পারে ভয়েস যোগাযোগ সম্পর্কিত ফাংশন গুলোর মধ্যে অটোমেটিক রিডাইল শেষ নম্বর রিকল কলার আইডি ইনকামিং এবং আউটগোয়িং কল স্পিকার ফোন বা হ্যান্ডস ফি ক্ষমতা রয়েছে এবং স্পিড ডায়ালিং অন্তর্ভুক্ত রয়েছে কিছু ফোন ভয়েস এক্টিভেট ডায়ালিং এবং সাইলেন্ট মোডের মতো বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে যা রিংটোন অক্ষম করে বা কম্পনের মাধ্যমে আগত কল এবং সতর্কবার্তা প্রদান করে

আরো পড়ুন: স্মার্ট মোবাইল ফোন মেরামত এবং সার্ভিসিং করার নিয়ম

 অনেকগুলো মোবাইল ফোনে নাম্বার থেকে কল গুলো ব্লক করতে বা ইনকামিং কলটির শ্রুতি মধুর ইঙ্গিত প্রেরণ করার জন্য রিংটোন গুলো কাস্টমাইজ করার ক্ষমতা রয়েছে ভয়েস ফাংশন ছাড়াও বেশিরভাগ আধুনিক মোবাইল ফোন কিছুটা ডাটা বা ট্রাক্স হস্তান্তর ও সরবরাহ করে ব্যবহারকারীরা অন্যান্য মোবাইল ফোনে সংক্ষিপ্ত টাইপ যুক্ত বার্তা প্রেরণ করতে পারে ছবি এবং ভিডিও হিসেবে ফাইলগুলো ভাগ করতে বা একটি ছোট স্কিনের সাথে কাজ করার জন্য অনুকুলিতে সং হত ওয়েব ব্রাউজার এবং অন্যান্য ইন্টারনেট এপ্লিকেশন গুলোর মাধ্যমে ইন্টারনেট এক্সেস করতে পারে 

মোবাইল ফোনে কি কি অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়

মোবাইল ফোনের কিছু স্ট্যান্ডার্ড ও যোগাযোগ কি আর কলাপের মধ্যে ক্রিয়ারকালাপের রয়েছে যোগাযোগের তালিকা ক্যালেন্ডার ঘড়ি ব্যবহারকারী তাদের অ্যাপয়েন্টমেন্ট এবং বাধ্যবাধকতার উপর নজর রাখতে সহায়তা করে বেশিরভাগ আধুনিক মোবাইল ফোনের সাধারণ ক্যালকুলেটর অন্তর্ভুক্ত থাকে এবং কিছু কিছু মোবাইল ফোনে আরও উন্নত ক্যালকুলেটর সুবিধা বিদ্যমান

 যেমন বৈজ্ঞানিক ক্যালকুলেটর এবং ডকুমেন্ট দেখার সুবিধা কিছু ফোনে পাওয়া যায় অনেক ফোনে ক্যামেরা ব্যবহার করা স্থিরচিত্র ধারণ বা ভিডিও কেপচার এবং প্রেরণ সক্ষম সফটওয়্যার বিকাশ ভবিষ্যতে মোবাইল ফোনে সম্ভবত সীমাহীন অন্যান্য অ্যাপ্লিকেশন তৈরি এবং ব্যবহারের অনুমতি দিবে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন গুলো নিম্নে উল্লেখ করা হয় 

  1. খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করা
  2. দেশ-বিদেশে যে কোন মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে এসএমএস করুন ও গ্রহণ করা
  3. ইমেইল প্রেরণ ও গ্রহণ করা
  4. দ্রুত সংবাদ বা তথ্য আদান প্রদান করা
  5. অডিও ভিডিও কল করা ও ছবি তোলা
  6. অডিও ভিডিও রেকর্ড করা
  7. ভয়েস এবং ভিডিও চ্যাটিং করা
  8. গান শোনাও ভিডিও দেখাও
  9. ইনফারেন্ট প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান প্রদান করা
  10. ইন্টারনেট ব্রাউজ করা
  11. জিপিএস এর অবস্থান নির্ণয় করা
  12. সময় ও তারিখ এবং অন্যান্য ফাংশনে যেমন ম্যাপ ক্যালেন্ডার ক্যালকুলেটর এলান ক্লক স্টপ ওয়াস ও টাইমার ইত্যাদি ব্যবহার করা
  13. গেম ও টিভি শো উপভোগ করা
  14. জলবায়ু ও আবহাওয়া সম্পর্কে তথ্য জানা
  15. সভা করা ইত্যাদি

মোবাইল ফোনের প্রতিটি ব্লকের বর্ণনা

একটি মোবাইল ফোন বিভিন্ন রকম ব্লগ দিয়ে তৈরি প্রতিটি ব্লকের আলাদা আলাদা কাজ রয়েছে। মোবাইল ফোনের প্রতিটি ব্লগে আলাদা আলাদা কাজ করে প্রত্যেকটা ব্লগের আলাদা আলাদা ভাবে অ্যাপ্লিকেশন তৈরি করা রয়েছে এবং তাদেরকে আলাদা আলাদা কাজে নিয়োজিত রাখা হয়েছে একটি মোবাইল ফোনে তার সিস্টেম অনুযায়ী ব্লক তৈরি করা হয় মোবাইল ফোনের মৌলিক ধারণার মুখ্য নিম্নে মোবাইল ফোনের প্রতি ব্লগ বর্ণনা করা হলো বর্ণনা করা হলো

সিপিইউ

 

সিপিইউ এর পূর্ণরূপ হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটি কম্পিউটারের সিপিইউ এর মতো মোবাইল ফোনের যাবত কাজ কোজিং করে থাকে প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী সিবিইউতে সকল প্রকার গণিতিক যৌক্তিক নিয়ন্ত্রণ ও ইনপুট আউটপুট অপারেশন সমূহ সংঘটিত হয়ে থাকে সিপিইউকে মূলত মোবাইল ফোনের পান কেন্দ্র বলা হয়

রম

রং এর পূর্ণ নাম রিড অনলি মেমোরি যে স্থিতিতে তথ্য শুধু পড়া যায় কিন্তু নতুন কোন তথ্য লেখা যায় না তাকে রং বলে রঙে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ হয়ে থাকে বিদ্যুৎ চলে গেলেও রবে স্থায়ীভাবে তথ্য সংরক্ষিত থাকে বলে একে অনুযায়ী স্মৃতি বলা যা একপ্রকার প্রধান স্মৃতি হিসেবে কাজ করে

র‌্যাম
রেমদম এক্সেস মেমরি র্যাম এর নতুন কোন তথ্য লেখা যায় এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয় র‌্যাম এ তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ থাকে না বিদ্যুৎ চলে গেলে র‍্যামের ভিতরে সকল তথ্য মুছে যায় বলে ইহাকে (Volatile) স্মৃতি বলা হয় র‌্যাম মোবাইল ফোনের একটি গুরুত্বপূর্ণ ইউনিট মোবাইল ফোনের র‌্যাম যত বেশি হবে কার্যক্ষমতা তত বেশি হবে

পাওয়ার ইউনিট

মোবাইল ফোনের সকল ইউনিটে পাওয়ার সরবরাহ করা এবং চার্জিং নিয়ন্ত্রণ করা পাওয়ার ইউনিটের কাজ পাওয়ার ইউনিটে মূলত একটি ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় করা হয় যাকে পাওয়ার আইসি বলা হয়

চার্জার ইউনিট

চার্জিং ইউনিটে চার্জিং কানেক্টর হিসেবে ইউএসবি টাইপ এ বা ইউএসবি টাইপ সি ব্যবহার করা হয় এবং চার্জিং নিয়ন্ত্রণের জন্য ফিউজ ও ইন্ডিকেটেড সার্কিট ব্যবহার করা হয় চার্জার সংযোগ করে মোবাইল ফোন চার্জ করা হয়

পাওয়ার এমপ্লিফায়ার
পাওয়ার এমপ্লিফায়ার কে সংক্ষিপ্ত পিএ ভাবে বলা হয় পাওয়ার এমপ্লিফায়ার মূলত একটি এমপ্লিফায়ার যা এক মোবাইল ফোন হতে অন্য মোবাইল ফোনে সিগনাল অডিও ভিডিও বা ডাটা প্রেরণ বা গ্রহণ করার সময় এমপিফায়ার হিসেবে কাজ করে এবং রিসিভার ও ট্রান্সমিটার সুইচ হিসেবে কাজ করে


ব্যাটারি

কার্যকরী করার জন্য ভিসি পাওয়ার সরবরাহ করে ৩.৭ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়

ডিসপ্লে
মোবাইল ফোনের ডিসপ্লে একটি গুরুত্বপূর্ণ ইউনিট বা কম্পনেন্ট যার সাহায্যে ডাটা ছবি ও ভিডিও আমাদের দর্শনযোগ্য করে প্রদর্শন করা হয় ফিচার ফোনে টিএফটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয় এবং স্মার্টফোনে সাধারণত আইপিএস এইচডি ফুল এইচডি ফুল এইচডি রেটিনা ইত্যাদি ডিসপ্লে ব্যবহার করা হয়

ক্যামেরা


মোবাইল ফোনে ছবি তোলা বা ভিডিও ধারণ করার জন্য ক্যামেরা ব্যবহার করা হয় ফিচার ফোনে ভিজিয়ে ক্যামেরা এবং স্মার্টফোনে বিভিন্ন মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়
কিপ্যাড
কিপ্যাডকে লজিক বোর্ড বলা হয়, মোবাইল ফোনে নাম্বারটা টেক্সটাইপ করার জন্য কি প্যাড ব্যবহার করা হয়

মেমরি ইউনিট


মোবাইল ফোনে অডিও বা ভিডিও পরিচালনার জন্য অতিরিক্ত এসডি কার্ড বা মেমোরি কার্ড সংযুক্ত করার জন্য মেমোরি কার্ড বা মেমোরি ইউনিট ব্যবহার করা হয়
স্পিকার
স্পিকার ইলেকট্রিক্যাল অডিও সিগন্যাল কে শ্রোতার শ্রবণযোগ্য শব্দ শক্তিতে রূপান্তর করে
মাইক্রোফোন
মোবাইল ফোনে কথা বলার সময় মাইক্রোফোন শব্দ শক্তির সমতুল্য ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর করে

ব্লটুথ

ব্লুটুথ হচ্ছে তার বিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রটোকল যা স্বল্প দূরত্বের ডাটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয় মোবাইল ফোনে ব্লুটুথ ইন আকারে থাকে অন্য ফোনে ডাটা ট্রান্সফার করা যায়

সিম কার্ড ইউনিট বা সিম কার্ড স্লট
সিম কার্ড এর পুরো নাম সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডেল যার বাংলা অর্থ গ্রাহক পরিচিত মডিউল সিম কার্ডক সিম স্লট সাথে সংযুক্ত করা হয়

ডিএসি এবং এডিসি
ডিএসই এর পূর্ণরূপ ডিজিটাল টু এনালগ কনভার্ট এবং এডিসি এর পূর্ণরূপ অনুরোধ টু ডিজিটাল কনভার্ট

আর এক্স টি এক্স সুইজ

মোবাইল ফোন টাচ মিটার এবং রিসেভার হিসেবে কাজ করে গ্রাহক যখন মোবাইল ফোন হতে ভয়েস বা ডাটা প্রেরণ করা হয় তখন মোবাইল ফোনের আর এক্স/টি এক্স সুইস অটোমেটিক ট্রান্সমিটার মডে অর্থাৎটি এক্স সুইচ অন হয় এবং voice প্রেরণ করে ডাটা রিসিভ করার সময় আর এক্স মুডে সুইস অন করে ভয়েস বা ডাটা রিসিভ করে

জিপিএস

জিপিএস হলো গ্লোবাল পজিশন সিস্টেম এর দ্বারা স্যাটেলাইটের সাহায্যে মোবাইল ফোনে ব্যবহারকারী নিজের বর্তমান লোকেশন জানতে পারে এবং অন্যান্য জিপিএস ব্যবহারকারীদের লোকেশন জানা যায়

কোডেক

কোডেক এর পূর্ণরূপ করার অ্যান্ড ডিকোডার মাইক্রোফোনের আউটপুট সিগন্যাল থেকে অনেক বড় থাকায় মাধ্যমে কোডিং করে সমতুল্য সিগন্যালে পরিণত করা হয় এবং রিসিভার সিগন্যাল কে ডিকোডিং করে স্পিকারের মাধ্যমে শ্রোতার শ্রবণযোগ্য শব্দে পরিণত করার জন্য সমতলের সিগন্যালে পরিণত করা হয়

ইউএসবি
ইউএসবি এর পূর্ণরূপ ইউনিভার্সেল সিরিয়াল বাস মোবাইল ফোনে চার্জিং এবং ডাটা আদান-প্রদানের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয় তবে কোন কোন ফোনে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয় 

মোবাইল ফোনের প্রতিটি ব্লকের বর্ণনা


মোবাইল ফোনের কম্পোনেন্ট সমূহের মৌলিক ধারণা


একটি মোবাইল ফোনে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ব্যবহৃত হয় উক্ত কম্পনেন্ট সমূহ চেনা কম্পনেন্ট গুলোর ফাংশন টেস্টিং ইত্যাদি জানা খুবই গুরুত্বপূর্ণ যাতে সহজে মোবাইল ফোনের বিভিন্ন ত্রুটি নির্ণয় ও সমস্যা সমাধান করা যায়

মোবাইল ফোন সার্ভিসিং এ ব্যবহৃত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম


ব্যক্তিগত সুরক্ষার জন্য আমরা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে থাকি কিছু বিশেষ পরিধে পোশাক সাজ সরঞ্জাম ও উপকরণের সমষ্টিগত নাম যা পরিধানকারীকে ঝুঁকি বা বিপদ থেকে রক্ষা প্রদান করে তা নিম্নে বর্ণনা করাহলো

  1. ফেস মার্ক
  2. ইন্ডাস্ট্রিয়াল হেন্ড গ্রুপ
  3. প্রোটেকটিভ গগলস
  4. এপ্রন
  5. সেফটি সুজ
  6.  ইলেকট্রোস্ট্যাটিক

উপসংহার

 মোবাইল মৌলিক ধারণা গুলো পেয়েছি মোবাইল ফোন আমাদের নিত্য প্রয়োজনীয় একটি ইকুইপমেন্ট যা আমাদের যোগাযোগ মাধ্যমকে আরও সহজ করে তুলেছে

No comments:

Post a Comment