কিভাবে জীবনে সফল হওয়া যায় এবং সফল ব্যক্তির ব্যক্তিত্ব
কিভাবে জীবনে সফল হওয়া যায় এই বিষয়টি কারো মাথায় নেই এমন মাথা পৃথিবীতেই নেই। প্রত্যেকটি মানুষই চায় তার নিজের সফলতা অর্জন করার জন্য। কিন্তু অধিকাংশ মানুষই চায় না পরিশ্রম বা দক্ষতা কে কাজে লাগাতে। সফল হওয়ার জন্য সকলেই শর্টকাট রাস্তা খুঁজেন। কিন্তু সফল হওয়ার কোন শর্টকাট রাস্তা নেই।
বিগত দিনে যারা সফল হয়েছেন তারা যথেষ্ট পরিমাণ মেধা দক্ষতা ও সময়কে কাজে লাগিয়ে একপর্যায়ে এসে সফলতা অর্জন করতে পেরেছেন। এখনো এমন ব্যক্তি রয়েছেন যারা এখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাইতে পারেননি। কিন্তু তারা হাল ছাড়েননি, সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম ও শ্রম দিয়ে যাচ্ছেন না পৃথিবীতে আজ অবধি যে সকল ব্যক্তি সফলতা অর্জন করেছেন তারা কেউই খুব সহজে সফলতা পাননি তার জন্য তারা তাদের জীবনের অনেকটা অংশ ব্যয় করে এসেছেন
পোস্ট সূচিপত্র: কিভাবে জীবনের সফল হওয়া যায় এবং সফল ব্যক্তির ব্যক্তিত্ব
- ভূমিকা
- জীবনের সফলতা অর্জন করার জন্য করনীয়
- ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া
- সফলতা অর্জনকারী বিশেষ ব্যক্তিত্ব
- ব্যর্থতাকে হার মানিয়ে সফলতা অর্জন করার লক্ষ্য নির্ধারণ
- উপসংহার
ভূমিকা
আমরা সকলেই কোন না কোন ব্যবসা প্রতিষ্ঠান বা চাকুরীজীবী বা যেকোনো কিছু করে জীবিকা নির্বাহ করছি। আর এই জীবিকা নির্বাহের মাধ্যমেই আমরা আমাদের জীবন পরিচালনা করছি। আমরা আজকে যে পর্যায়ে রয়েছি ভবিষ্যতে এই পর্যায়ে যাতে না থাকতে হয় এই জন্য আমরা দিনরাত পরিশ্রম বা সময় ব্যয় দক্ষতা অর্জন করে যাচ্ছে। এই দক্ষতা অর্জন করার মাধ্যমে আমরা যখন আমাদের বর্তমান পরিস্থিতি থেকে বা পর্যায় থেকে উন্নত পর্যায়ে নিজের জীবনকে নিয়ে যেতে পারবো সেটাই হলো আমাদের জন্য সফলতা।
কিন্তু এই সফলতা অর্জন করার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ পরিশ্রমী হতে হবে টোন দিতে হবে সময় ব্যয় করতে হবে এবং যথেষ্ট পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে। তবেই একটা পর্যায়ে গিয়ে আমরা সফল হতে পারব। তবে সকলেই যে সফল হবে এমনটা নয়। এর মাঝে অনেকেই ব্যর্থতা কে বরণ করে নিতে হবে কোন এক সফল ব্যক্তি বলেছেন যে জীবনে ব্যর্থ হয়নি সে কখনো সফল হতে পারবে না। কেননা সফলতার মূল মন্ত্র হচ্ছে ব্যর্থতা। আপনি যদি কখনো ব্যর্থ না হন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না, কেননা আপনি কখনো চেষ্টা করেননি যদি চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই ব্যর্থ হবেন আর ব্যর্থ হওয়ার পরেই সফলতা অর্জন করা যায়
আরো পড়ুন: রাত জাগলে কী কী সমস্যা হয়? দেরিতে ঘুমালে ক্ষতি কী?
যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন তিনি ও ৯৯৯ বার ব্যর্থ হয়েছিল এবং১০০০ তম বার তিনি সফল হন। তিনি যদি তার এই ৯৯৯ বার ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দিতেন তাহলে তিনি কখনো সফল হতে পারতেন না। এজন্য আমাদের সফল হওয়ার পেছনে ব্যর্থতার এক বিশাল ভূমিকা রয়েছে, এক কথায় যে জীবনে ব্যর্থ হয়নি সে কখনো সফল হতে পারবে না সফল হতে হলে পর্যাপ্ত পরিমাণে ব্যর্থতা অর্জন করতে হবে।
জীবনের সফলতা অর্জন করার জন্য করনীয়
কে না চায় জীবনে সফল হতে, কিন্তু সকলে কি সফল হতে পারে, না। সেই সকল ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছেন যারা জীবনে বহুবার ব্যর্থ হওয়ার পরেও হাল ছাড়েননি। একের পর এক ব্যর্থতাকে বরণ করে নিয়ে তার কর্ম বা তার যেটা টার্গেট ছিল সেটা পূরণের জন্য আবারও প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন সে সকল ব্যক্তি কেবলমাত্র জীবনের সফলতা অর্জন করতে পেরেছেন। এজন্য ও বহুবার প্রচেষ্টা করতে হয়েছে তবে একটা সময় তিনি সফলতার মুখ দেখতে পেরেছেন। কেউ হয়তোবা ১০ বার ৫ বার ব্যর্থ হওয়ার পরে সফলতা অর্জন করতে পেরেছেন, কেউ আবার হাজারবার চেষ্টা করার পরে সফলতা অর্জন করতে পেরেছেন।
এই বিষয় থেকে জানা যায় যে কার সফলতা কখন আসবে এটা কখনোই বোঝা যায় না এই জন্য আপনাকে সর্বোপরি চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা অর্জন করার জন্য। আর এই সফলতা অর্জন করার জন্য যতবার ব্যর্থতা আপনাকে ঘিরে ধরবে ততবারই আপনাকে উঠে দাঁড়াতে হবে। আর ব্যর্থতাকে বরণ করে নিয়েই এগিয়ে চলতে হবে তবে একটা সময় সফলতা অর্জন করা সম্ভব। জীবনের সফলতা অর্জন করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম, প্রতিজ্ঞা,প্রচেষ্টা এবং সফল হওয়ার চিন্তা সর্বদা কাজে লাগিয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে তবেই একটা সময় সফলতা হওয়ার সম্ভাবনা থাকবে।
ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া
ব্যর্থতা থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি আমরা। ব্যর্থতা থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করতে পারি যে আমরা চেষ্টা করেছি। কারণ যে কখনো ব্যর্থ হয়নি তার মানে সে কখনো চেষ্টাই করেনি। যদি সে বিন্দুমাত্র চেষ্টাও করে থাকে তাহলে হয় সকল নয় ব্যস্ততা কোন একটা কিছু সে অবশ্যই লাভ করব। ব্যর্থতাই আমাদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। আপনি বারবার ব্যর্থ হবার পরেও যখন হাল ছাড়বেন না তখন একটা সময় আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন।
আর যখন একবার দুইবার ব্যর্থ হবার পরে আপনি যদি মনে করেন যে না এটা আমাকে দ্বারা সম্ভব নয় আমি এই কাজ করতে পারবো না তাহলে আপনি ব্যর্থতাই থাকবেন। পৃথিবীতে এমন ব্যক্তি রয়েছেন যারা বিগত দিনে তাদের কোন কিছুই ছিল না বা সফল হওয়ার সম্ভাবনা কিছুই ছিল না কিন্তু তারা আজ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ও সফল ব্যক্তিত্ব। তারাও বহুবার ব্যর্থ হয়েছেন। কেউ ২০ বার কেউ ৫০বার কেউ হাজার বার তবে তারা চেষ্টার ত্রুটি রাখেননি এজন্যই আজ তারা সফল মানুষ। ব্যর্থ থেকে আমরা এটাই শিক্ষা নিব যে আমরা কিছু শিখতে পেরেছি।
আরো পড়ুন: ঘরে বসে কিভাবে মাসে লাখ টাকা আয় করা যায়
জীবনে হেরে যাওয়া বলতে কোন কিছু নেই হেরে যাওয়ার মাঝেও শিক্ষার অনেক কিছু
রয়েছে। আপনি হেরে গিয়েছেন মানে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন আপনার ব্যর্থতা
আপনাকে শিক্ষা দিয়েছে আপনি কোথায় ভুল করেছেন। সেই ভুলগুলো সংশোধন করুন আবার
নতুন করে শুরু করুন। আবার ভুল করুন আবার ব্যর্থ হন আবার আপনার ভুলগুলো খুঁজে বের
করুন এবং সেগুলো সংশোধন করুন একটা পর্যায়ে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন
না।
সফলতা অর্জনকারী বিশেষ ব্যক্তিত্ব
পৃথিবীতে বহুৎ ব্যক্তিত্ব রয়েছেন যারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন এরকম
পরিবেশ তাদের ছিল না। কিন্তু তারা আজ বিশ্বের সফলতম ব্যক্তিদের মধ্যে একজন। কে
কোন বয়স বা কোন সময় সফলতা অর্জন করেছেন সেটা মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে
তিনি কতটুকু চেষ্টা করেছেন। আপনি যদি সফল হইতে চান তাহলে অবশ্যই আপনার একটি
নির্দিষ্ট টার্গেট থাকতে হবে যেটার উপরে আপনি প্রতিনিয়ত কাজ করে যাবেন। চেষ্টা
করে যাবেন কখনো হাল ছাড়বেন না তবেই একটা সময় আপনি সফল হতে পারবেন। বিশ্বের কিছু
সফল ব্যক্তির উল্লেখযোগ্য ব্যর্থতা
স্টিভ জবস: স্টিভ জবস যিনি বর্তমানে বিশ্বের সর্বোত্তম টেকনোলজি সমৃদ্ধ
মোবাইল ফোন ল্যাপটপ ও টেকনোলজি অ্যাপেলস কোম্পানির মালিক স্টিভ জবস,
তিনি বর্তমানে বিশ্বের একজন সফল ব্যক্তি তার এই সফলতাও একদিনে আসেনি। তাকে যথেষ্ট
পরিমাণে পরিশ্রম করতে হয়েছে দক্ষতার প্রকাশ করতে হয়েছে তবে তিনি
আজ বিশ্বের একজন সফল ব্যক্তি। যার পূর্ববর্তী জীবন এবং বর্তমান জীবনের মধ্যে
অনেক তফাৎ রয়েছেন। তিনিও একবারে সফল হননি বহুবার প্রতিষ্ঠার পরেই তার সফলতা
অর্জন করতে পেরেছেন
আরো পড়ুন: ডিজিটাল মার্কেটিং করে মাসে লাখ টাকা আয় করার উপায়
জ্যাক মা: যিনি বর্তমানে আলিবাবা ডট কম ই-কমার্স ওয়েবসাইট এর মালিক, কেএফসি যখন চীনে প্রথম প্রবেশ করে তখন ২৪ জন কর্মীর নিয়োগ নেওয়া হয়, যার ইন্টারভিউতে জ্যাক মা ছিলেন সেখানে ২৩ জনকে নেওয়া হলেও জ্যাকমাকে নেওয়া হয়নি সেখান থেকে ব্যর্থ হয়ে জমা ফিরে আসেন। জ্যাক মার শিক্ষা জীবনে প্রাইমারি স্কুলে তিনি দুইবার এবং উচ্চমাধ্যমিকে তিনবার ফেল করেছিলেন তার পড়াশোনা খুব একটা ভালো ছিল না তবে তার ইংরেজি শেখার আগ্রহ টা ছিল খুব কঠোর।
এছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তিনবার ফেল করেন,হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একবার দুইবার নয় দশ বার ফেল করেছিলেন জ্যাক মা তিনি বলেন এই ব্যর্থতা ও আমাকে একটি কঠিন শিক্ষা দিয়েছেন যা আমার বর্তমান জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তার ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ থাকার কারণে চীনে তখন কোন ইংরেজি বই ছিল না তাই তিনি টুরিস্ট গাইডের কাজ করতেন। এবং তাদের সাথে কথোপকথন এর মাধ্যমে তিনি অনেক ভাষা ও ইংরেজি শিক্ষা গ্রহণ করেছিলেন তারপরে চীনে যখন প্রথম কম্পিউটার আসে তখন তিনি বিষয়টি লক্ষ্য করেন যে ক্রয় করা বা ডেলিভারি করার জন্য অনেক দূর দূরান্তে থেকে মানুষকে আসতে হয় বা নিতে হয়।
একপর্যায়ে তিনি আলিবাবা ডট কম নামে একটি অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস তৈরি
করেন যেটা বর্তমানে বিশ্বের প্রায় বিভিন্ন দেশেই বিরাজমান। এই আলিবাবা ডট কম এর
মালিক জ্যাক মা তাকেও বহুবার ব্যর্থ হতে হয়েছে আমার ধারণা অনুযায়ী জীবনে যতবার
ব্যর্থ হয়েছেন ততবার তিনি উঠে দাঁড়িয়েছেন সে কারণেই হয়তোবা আজকে তিনি বিশ্বের
সকল তম ব্যক্তিদের মধ্যে একজন হতে পেরেছেন জ্যাক মার জীবনী আমাদের এই অনুপ্রেরণা
দেয় যে জীবনে যতবারই ব্যর্থ হও না কেন উঠে দাঁড়াও একটা সময় সফলতা অবশ্যই
আসবে।
বিল গেটস: বিল গেটস কে আমরা কে বা না চিনি তিনিও কিন্তু একসময় খুবই
উন্নত জীবনযাপন করতেন না। তার জীবনেও বহু ব্যর্থতা রয়েছে হাজারো ব্যস্ততাকে
উপেক্ষা করে তার কর্মক্ষেত্র দক্ষতা পরিশ্রমের মাধ্যমে তিনি আজ বিশ্বের সকলতম
ব্যক্তিদের মধ্যে একজন। এবং মাইক্রোসফট এর মালিক। তিনিও বহুবার ব্যর্থ হওয়ার
পরেই তার সফলতা অর্জন করতে পেরেছেন।
কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স: কেএফসি এই ব্যান্ডটি আমরা প্রায় সকলেই চিনি কিন্তু এই ব্যান্ড এর উৎপাদনকারী বা প্রতিষ্ঠাতা কর্নেল হারলান্ড স্যান্ডার্স ৬২ বছর বয়সে তিনি এই প্রতিষ্ঠান চালু করেন। তার প্রতিষ্ঠানে ফ্রাইড চিকেন দিয়ে শুরু করেন যা বিশ্বের এখন প্রায় অনেকগুলো দেশে তার এই কোম্পানির শাখা ও পোশাকা রয়েছে। যেই বয়সে তার অবসর নেওয়ার কথা ছিল তিনি সেই বয়সেই এই ব্যবসা পরিচালনা শুরু করেন এবং তিনি বর্তমানে বিশ্বের সকল তম ব্যক্তিদের মধ্যে একজন।
তার জীবনী থেকে আমরা এই অনুপ্রেরণা পেতে পারি যে ব্যবসা পরিচালনা করা বা শুরু করার জন্য বয়স কোন বিষয় নয়। পরিশ্রম করা এবং পরিচালনা করার মন মানসিকতা থাকাটা জরুরী তিনি যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন তখন তার কাছে ছিল মাত্র ৮৭ ডলার যা দিয়ে তিনি তার kfc নামক প্রতিষ্ঠানটি চালু করেন যার বর্তমান বাজার মূল্য মিলিয়াম ছাড়িয়ে বিলিয়ানে পৌঁছেছে শুধুমাত্র ৮৭ ডলারের কোম্পানি আজ বিলোনিয়ার শুধুমাত্র তার পরিশ্রম ও দক্ষতা এবং সততার মাধ্যমে আজ তিনি এই পর্যায়ে পৌঁছেছেন তিনিও বহুবার ব্যর্থতার মুখোমুখি হয়েছেন।
ব্যর্থতাকে হার মানিয়ে সফলতা অর্জন করার লক্ষ্য নির্ধারণ
ব্যস্ততাকে হার মানিয়ে সফলতা অর্জন করাই হলো জীবনের মূল উদ্দেশ্য। তবেই আপনি একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। আপনার জীবনে যত ব্যস্ততা আগমন ঘটবে আপনি ভেবে নিবেন সফলতা আপনার তত কাছে এসে পৌঁছেছে। কেননা আজ অবধি কোন ব্যক্তি ব্যর্থতা ছাড়া সফলতা অর্জন করতে পারেনি।
আরো পড়ুন: কিভাবে দেশের বেকারত্ব দূর করা যায়
যতবারই ব্যর্থতা আসুক না কেন ততবারই আপনার ব্যর্থতাকে হার মানিয়ে সফলতা অর্জন করার লক্ষণ নির্ধারণ করতে হবে। এবং সেই লক্ষ্য অনুযায়ী আপনাকে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে। পিছিয়ে যাওয়া যাবে না ব্যর্থতা কে মেনে নিয়ে বসে থাকা কখনোই সফলতা অর্জনের লক্ষণ হতে পারে না। এজন্য আমাদের জীবনে সফলতা অর্জন করতে হলে ব্যর্থতাকে হার মানিয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলতে হবে।
উপসংহার
উপরোক্ত বিষয় হতে আমরা জানলাম যে সকল ব্যক্তিবর্গ আজ সফল বা সফলতা অর্জন করতে পেরেছেন তাদের পেছনের জীবনে বহুবার ব্যর্থতা রয়েছে। কেননা কোন মানুষই ব্যর্থতা ছাড়া সফলতা অর্জন করতে পারেনি। যে কাজ করতে যাক না কেন তাকে বহুবার ব্যর্থতা গ্রহণ করতে হয়েছে আর এই ব্যর্থতাকে পেছনে ফেলে বা ব্যর্থতাকে এড়িয়ে পরিশ্রম করে দক্ষতা অর্জন করে যে এগিয়ে যেতে পেরেছে সেই আজ সফল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে পেরেছে। এজন্য আমাদের জীবনে সফল হওয়ার জন্য অবশ্যই ব্যর্থ হওয়া প্রয়োজন রয়েছে।
জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই ব্যর্থ হবার পরেও আবার উঠে দাঁড়ানোর মতন শক্তি ও মানসিকতা থাকা প্রয়োজন। যে ব্যক্তির ব্যর্থ হবার পর আবার উঠে দাঁড়ানোর মতন মানসিকতা রয়েছে আবার পরিশ্রম করার মতন মানসিকতা রয়েছে এবং দক্ষতা রয়েছে সেই সকল ব্যক্তি বারবার ব্যর্থ হবার পরেও প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করা বা করতে পারবে। উপরোক্ত ব্যক্তিদের জীবন থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করতে পারি যে আমরা যতবারই ব্যর্থ হই না কেন আমাদের ততোবারই উঠে দাঁড়াতে হবে নতুন করে আবার শুরু করতে হবে তবে একটা সময় আমরা সফলতা অর্জন করতে পারব।
No comments:
Post a Comment