বৈদ্যুতিক সার্কিট বেকার কি এবং এটা কি কাজ করে
বৈদ্যুতিক সার্কিট বেকার একটি স্বয়ংক্রিয় ভাবে প্রচলিত সুইচ। যা কোন
প্রকার ওভারলোড এবং শর্ট সার্কিট এর হাত থেকে বৈদ্যুতিক সরঞ্জাম দিয়ে রক্ষা
করার ক্ষেত্রে কাজ করে থাকে। অতিরিক্ত মাত্রায় ওভারলোড এবং শর্ট সার্কিট এর হাত
থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক সার্কিট বেকার ব্যবহার করা হয়
সার্কিট বেকার কয়েক প্রকারের হয় আবাসিক ভবন এবং মিল কলকারখানার জন্য আলাদা আলাদা সার্কিট ব্যবহার করা হয়। মূলত সার্কিট বেকার একটি কাটআউটের ন্যায় কাজ করে। আমরা আমাদের বাসা বাড়ি নিরাপত্তার জন্য সার্কিট বেকার ব্যবহার করতে পারি, এবং এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
সূচিপত্র: বৈদ্যুতিক সার্কিট বেকার কি এবং এটা কি কাজ করে
- ভূমিকা
- সার্কিট ব্রেকার কাকে বলে
- সার্কিট ব্রেকার কত প্রকার
- সার্কিট ব্রেকার ও ফিউজ এর মধ্যে পার্থক্য কি?
- সার্কিট ব্রেকার কেন ব্যবহার করা হয়
- সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে অফ হয় কেন
- কত ওয়াট লোডে কত এম্পিয়ার সার্কিট বেকার ব্যবহার করতে হয়
- উপসংহার
ভূমিকা
সার্কিট বেকার একটি স্বয়ংক্রিয়ভাবে অন অফ হওয়ার মাধ্যম, এটা আমরা বাসা বাড়িতে অথবা কল কারখানাতে ব্যবহার করে থাকি। সার্কিট বেকারের উপকারিতা অপরিসীম, যে কোন প্রাকৃতিক দুর্যোগ অথবা ওভারলোড বা শর্ট সার্কিট হওয়ার হাত থেকে সার্কিট বেকার আমাদের রক্ষা করে। এটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করায় যে কোন দুর্যোগ তৈরি হওয়ার পূর্বেই তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় ।এবং বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন করে যে কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার পূর্বেই বিদ্যুৎ প্রবাহবন্ধ হওয়ার কারণে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
সার্কিট বেকার বলতে আমরা সাধারণত বুঝে থাকি যেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে বা বৈদ্যুতিক শর্ট সার্কিট হাত থেকে রক্ষা করে। পূর্বে আমরা দেখি এসেছি যে ফিউজ ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে ফিউজ এর পরিবর্তে সার্কিট বেকার ব্যবহার করা হয়। কেননা এটা ফিউজ এর চাইতে অধিক পরিমাণ সুবিধা জনক,সার্কিট
বেকার স্বয়ংক্রিয় হবে কাজ করার কারণে বারবার রেটিং চেঞ্জ করার প্রয়োজন হয়
সার্কিট ব্রেকার:
সার্কিট বেকার একটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যে কারণে এটিতে যে পরিমাণ লোড এম্পিয়ার বসানো আছে ঠিক তার চাইতে বেশি এম্পিয়ার সে কখনো গ্রহণ করতে পারে না।তার চাইতে বেশি এম্পিয়ার লোড দেওয়া হলে সার্কিট বেকার অটো বন্ধ হয়ে যাবে, যে কারণে আমরা প্রয়োজনীয় পরিমাপ হিসেব করেই সার্কিট বেকার ব্যবহার করতে হয়। এর ব্যবহারের পূর্বে অবশ্যই লোড পরিমাপ করা উচিত কেননা আমরা চাইলেও সার্কিট বেকারের দেওয়া লোড এর চাইতে অতিরিক্ত লোড ব্যবহার করতে পারবোনা ।
ফিউজ:
ফিউজ সাধারণত স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয় না এটা ম্যানুয়ালি বন্ধ করতে হয়।তবেফিউজের রেটিং যে পরিমাণে দেওয়া আছে যদি তার চাইতে অতিরিক্ত ওভারলোডিং হয়ে যায় সে ক্ষেত্রে ফিউজের রেটিং কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অথবা অনেক সময় তা গলে যায় যদি কোন কারনে ফিউজ এর রেটিং অতিরিক্ত দেওয়া হয় মোটা বা তারের পরিমাপ গেস বেশি থাকে সে ক্ষেত্রে ফিউজ কাটার সম্ভাবনা খুবই কম থাকে ,এবং এতে বৈদ্যুতিক সরঞ্জাম বা বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ব্যবহার করা হয়।ইলেকট্রিক যন্ত্রপাতিতে পরিমাপ মতো বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে
সার্কিট বেকারের ভূমিকা অপরিসীম ।এবং অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে
বৈদ্যুতিক সরঞ্জামদি পুড়ে যাওয়ার হাত থেকে সার্কিট বেকার রক্ষা করে, এবং শর্ট
সার্কিট হওয়ার হাত থেকে রক্ষা করতে সার্কিট বেকার বিপুল পরিমাণে ভূমিকা পালন
করে।
ওভার ভোল্টেজ যদি কোন বিদ্যুৎ পরিবাহী পণ্যের উপরে পড়ে বা বিদ্যুৎ সরঞ্জাম উপরে ওভার ভোল্টেজ প্রয়োগ করা হয় সে ক্ষেত্রে সেই জিনিসটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে সার্কিট বেকার ওভারভল্টেজ নিয়ন্ত্রণ করে এবং সেটা অটোমেটিক্যাল ট্রিপ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।যার মাধ্যমে বৈদ্যুতিক সরঞ্জাম সঠিক থাকে।
ওভারলোড এর কারণেও সার্কিট বেকার অটোমেটিক ট্রিপ করে ।ওভারলোড বলতে আমরা বুঝি হয়তো সার্কিট বেকার ব্যবহার করা আছে ১৬ এম্পিয়ার কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে যাচ্ছে ১৭ বা ১৮ এম্পিয়ার সেক্ষেত্রে সার্কিট বেকার ১৬ এম্পিয়ার এর উপরে ১৬.০১ এম্পিয়ার লোড যদি বের করতে চায় সে ক্ষেত্রে অটোমেটিকলি ট্রিপ করবে।
শর্ট সার্কিট হয় সে ক্ষেত্রে সার্কিট বেকার অটোমেটিক্যালি ট্রিপ করে । শর্ট সার্কিট বলতে কোন বিদ্যুৎ প্রবাহিত সরঞ্জাম ছাড়া সরাসরি বিদ্যুৎ একত্রিত হতে চাইলে, বা ফেস নিউটাল একত্রিত হলে সেখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থেকে যায় এক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার পূর্বেই সার্কিট বেকার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করবে এবং আমাদের শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করবেন।
আমরা বাসা বাড়িতে সাধারণত ২৩০ বা ২২০ ভোল্ট এর বিদ্যুৎ ব্যবহার করি। এক্ষেত্রে আমরা কত ওয়াট ব্যবহার করছি সেই ওয়াট থেকে ভোল্ট ভাগ করলে
আমরা এম্পিয়ার পেয়ে যাব যেমন ১০০০ ওয়াট ব্যবহার করছি তাহলে
1000x230=4.34 এম্পিয়ার । তাহলে আমরা যদি 4.34 এম্পিয়ার লোড ব্যবহার করি তাহলে আমরা 6 এম্পিয়ারের সার্কিট বেকার
ব্যবহার করতে পারব ,এভাবেই পরিমাপ করে সার্কিট বেকার ব্যবহার করা উচিত।
এর হাত থেকে রক্ষা করে। এবং আমাদের নিরাপত্তা দেয়, এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করার কারণে বারবার এর রেটিং চেঞ্জ করার প্রয়োজন হয় না শুধুমাত্র সুইচ এর মতো অন অফ করে দিলেই হয়,সে ক্ষেত্রে আমরা বাসা বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে সার্কিট বেকার এর ভূমিকা অপরিসীমভাবে রাখতে পারি।
না, বা রেটিং কাটার ভয় থাকে না শুধুমাত্র এটা শর্ট সার্কিট অথবা ওভার লোড
হলে ট্রিপ করে
উপরেই বিবেচনা করে সার্কিট বেকার লাগাতে হয়।
সার্কিট ব্রেকার লাগানোর নিয়ম
সার্কিট বেকার লাগানোর নিয়ম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সার্কিট বেকার ব্যবহার করা হয়। বাসা বাড়ি বা আবাসিক ভবনের জন্য আলাদা। এবং বাণিজ্যিক বা মিল কলকারখানা ও ইন্ডাস্ট্রিতে আলাদা আলাদা সার্কিট বেকার ব্যবহার করা হয়, যে কারণে প্রতিটি সার্কিট বেকার লাগানোর নিয়ম-কানুন ও আলাদা আলাদা থাকে। এখানে আমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে আমরা কি পরিমান লোড ব্যবহার করছি লোডেরউপরেই বিবেচনা করে সার্কিট বেকার লাগাতে হয়।
এতে সামান্য বেশি বা কম হলে কোন সমস্যা নেই ,তবে যদি কম হয় তাহলে সার্কিট বেকার বারবার ট্রিপ করবে। বেকারের ভাষায় ট্রিপ অর্থ বন্ধ হয়ে
যাওয়া,তাই যদি স্বাভাবিকভাবে দেখা যায় যে ১১ এম্পিয়ার লোড ব্যবহার হচ্ছে সে ক্ষেত্রে
বাজারে ১১ এম্পিয়ারে কোন সার্কিট বেকার পাওয়া যায় না।আমরা সেখানে 16
এম্পিয়ার ব্যবহার করতে পারি তবে তার চাইতে অধিক ব্যবহার করা উচিত হবে
না। বেকার ব্যবহারের পূর্বে অবশ্যই তার লোড পরিমাপ করা উচিত।
সার্কিট ব্রেকার ও ফিউজ এর মধ্যে পার্থক্য কি
সার্কিট বেকার এবং ফিউজ এর মধ্যে বিশেষ পার্থক্য রয়েছেসার্কিট ব্রেকার:
সার্কিট বেকার একটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যে কারণে এটিতে যে পরিমাণ লোড এম্পিয়ার বসানো আছে ঠিক তার চাইতে বেশি এম্পিয়ার সে কখনো গ্রহণ করতে পারে না।তার চাইতে বেশি এম্পিয়ার লোড দেওয়া হলে সার্কিট বেকার অটো বন্ধ হয়ে যাবে, যে কারণে আমরা প্রয়োজনীয় পরিমাপ হিসেব করেই সার্কিট বেকার ব্যবহার করতে হয়। এর ব্যবহারের পূর্বে অবশ্যই লোড পরিমাপ করা উচিত কেননা আমরা চাইলেও সার্কিট বেকারের দেওয়া লোড এর চাইতে অতিরিক্ত লোড ব্যবহার করতে পারবোনা ।
ফিউজ:
ফিউজ সাধারণত স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয় না এটা ম্যানুয়ালি বন্ধ করতে হয়।তবেফিউজের রেটিং যে পরিমাণে দেওয়া আছে যদি তার চাইতে অতিরিক্ত ওভারলোডিং হয়ে যায় সে ক্ষেত্রে ফিউজের রেটিং কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অথবা অনেক সময় তা গলে যায় যদি কোন কারনে ফিউজ এর রেটিং অতিরিক্ত দেওয়া হয় মোটা বা তারের পরিমাপ গেস বেশি থাকে সে ক্ষেত্রে ফিউজ কাটার সম্ভাবনা খুবই কম থাকে ,এবং এতে বৈদ্যুতিক সরঞ্জাম বা বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
সার্কিট ব্রেকার কেন ব্যবহার করা হয়
সার্কিট বেকার মূলত শর্ট-সার্কিট এবং ওভারলোডিং সিস্টেমকে আটকানোর জন্যব্যবহার করা হয়।ইলেকট্রিক যন্ত্রপাতিতে পরিমাপ মতো বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে
সার্কিট বেকারের ভূমিকা অপরিসীম ।এবং অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে
বৈদ্যুতিক সরঞ্জামদি পুড়ে যাওয়ার হাত থেকে সার্কিট বেকার রক্ষা করে, এবং শর্ট
সার্কিট হওয়ার হাত থেকে রক্ষা করতে সার্কিট বেকার বিপুল পরিমাণে ভূমিকা পালন
করে।
সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে অফ হয় কেন
সার্কিট বেকার স্বয়ংক্রিয়ভাবে অফ হওয়ার তিনটি কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে ওভার ভোল্টেজ ওভারলোড বা শর্ট সার্কিট। এই তিনটি কারণের মধ্যে যেকোনো একটি কারণও যদি সার্কিট বেকার কে উপেক্ষা করতে চায় সেক্ষেত্রে সার্কিট বেকার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে।ওভার ভোল্টেজ যদি কোন বিদ্যুৎ পরিবাহী পণ্যের উপরে পড়ে বা বিদ্যুৎ সরঞ্জাম উপরে ওভার ভোল্টেজ প্রয়োগ করা হয় সে ক্ষেত্রে সেই জিনিসটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে সার্কিট বেকার ওভারভল্টেজ নিয়ন্ত্রণ করে এবং সেটা অটোমেটিক্যাল ট্রিপ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।যার মাধ্যমে বৈদ্যুতিক সরঞ্জাম সঠিক থাকে।
ওভারলোড এর কারণেও সার্কিট বেকার অটোমেটিক ট্রিপ করে ।ওভারলোড বলতে আমরা বুঝি হয়তো সার্কিট বেকার ব্যবহার করা আছে ১৬ এম্পিয়ার কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে যাচ্ছে ১৭ বা ১৮ এম্পিয়ার সেক্ষেত্রে সার্কিট বেকার ১৬ এম্পিয়ার এর উপরে ১৬.০১ এম্পিয়ার লোড যদি বের করতে চায় সে ক্ষেত্রে অটোমেটিকলি ট্রিপ করবে।
শর্ট সার্কিট হয় সে ক্ষেত্রে সার্কিট বেকার অটোমেটিক্যালি ট্রিপ করে । শর্ট সার্কিট বলতে কোন বিদ্যুৎ প্রবাহিত সরঞ্জাম ছাড়া সরাসরি বিদ্যুৎ একত্রিত হতে চাইলে, বা ফেস নিউটাল একত্রিত হলে সেখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থেকে যায় এক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার পূর্বেই সার্কিট বেকার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করবে এবং আমাদের শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করবেন।
কত ওয়াট লোডে কত এম্পিয়ার সার্কিট বেকার ব্যবহার করতে হয়
উপসংহার
সার্কিট বেকার একটি অতি উন্নত এবং মূল্যবান জিনিস যেটা আমাদের বাসাবাড়ি কলকারখানা ইন্ডাস্ট্রিস সমস্ত কিছুকে বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইলেকট্রিক শর্ট সার্কিট ওভারলোড ও ওভার ভোল্টেজএর হাত থেকে রক্ষা করে। এবং আমাদের নিরাপত্তা দেয়, এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করার কারণে বারবার এর রেটিং চেঞ্জ করার প্রয়োজন হয় না শুধুমাত্র সুইচ এর মতো অন অফ করে দিলেই হয়,সে ক্ষেত্রে আমরা বাসা বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে সার্কিট বেকার এর ভূমিকা অপরিসীমভাবে রাখতে পারি।
No comments:
Post a Comment