মোবাইল ফোনের অ্যাসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলি কি
প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে মানুষের জীবনে এক নিত্য প্রয়োজনীয় ব্যবহারযোগ্য
ডিভাইস হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহারের সময় হার্ডওয়ার জনিত নানাবিদ
সমস্যা দেখা দেয় ফলে মোবাইল ফোন সার্ভিসিং করার প্রয়োজন হয়। সার্ভিস কাজে
প্রয়োজনীয় টুল ও সরঞ্জাম যথাযথ ব্যবহার করে মোবাইল ফোন ডিসএসেম্বল করা হয়, এবং
সার্ভিসিং কাজ শেষে এসম্বেলিং করা হয়। মোবাইল ফোনের ডি এসেম্বল ও এসেম্বল কি
আমরা এ ব্যাপারে জানবো।
m mmm
অ্যাসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলি দুই প্রকৃতির হয় ফিচার ফোনের মডেল একরকম, এবং স্মার্টফোনগুলোর জন্য এসেম্বল অন্যরকম । ফিচার ফোন এবং স্মার্টফোনগুলোর ক্ষেত্রে অ্যাসেম্বলিং এবং ডিসঅ্যাসেম্বল আলাদা ভাবে কাজ করে আমরা জানবো কিভাবে স্মার্টফোন এবং ফিচার ফোন অ্যাসেম্বলিং এবং ডিসঅ্যাসেম্বলিং করে।
পেজ সূচিপত্র: মোবাইল ফোনের অ্যাসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলি কি
- ভূমিকা
- মোবাইল ফোনের বিভিন্ন সেকশন
- মোবাইল ফোনে বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা
- মোবাইল ফোন এসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলি
- মোবাইল ফোন অ্যাসেম্বলিং এবং ডিসঅ্যাসেম্বলিং সরঞ্জাম
- মোবাইল ফোন ডিস অ্যাসেম্বলিং করার ধাপসমূহ
- মোবাইল ফোন অ্যাসেম্বলিং করার ধাপসমূহ
- উপসংহার
ভূমিকা
মোবাইল ফোনের অ্যাসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলি সম্পর্কে আমরা যা জানি ,মোবাইল ফোন আমাদের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। এবং তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে মোবাইল ফোন বর্তমান বিশ্বে একটি গুরুপ প্রয়োজনীয়, মোবাইল ফোন যোগাযোগ মাধ্যমের প্রধান উৎস বর্তমান বিশ্বে বিভিন্ন প্রকারের মোবাইল ফোন আবিষ্কৃত হয়েছে, ফিচার ফোন এবং স্মার্টফোন বর্তমান স্মার্টফোনের চাহিদা খুবই কারণ স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ সুবিধা আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে ।
আরো পড়ুন: ফিচার মোবাইল ফোন মেরামত ও সার্ভিসিং এর প্রক্রিয়া কি
শুধু যোগাযোগই নয় স্মার্টফোনের মাধ্যমে দেশ-বিদেশের এর খবরা খবর, ইন্টারনেট
,ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া এবং বিনোদনমূলক আয়োজিত কর্মকাণ্ড পরিচালনা করা ।এবং
তা উপভোগ করার প্রধান মাধ্যম হয়েছে স্মার্ট ফোন এই স্মার্টফোন এবং ফিচার
ফোন এসেম্বলি এবং দিস অ্যাসেম্বলি করা প্রয়োজন রয়েছে। কেননা মোবাইলের কারিগরি
ত্রুটির কারণে মোবাইল ফোন এসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলি করার প্রয়োজন রয়েছে
, আজকে আমরা জানবো মোবাইল ফোনের অ্যাসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলি করার
প্রয়োজন এবং এর বিভিন্ন সেকশন।
মোবাইল ফোনের বিভিন্ন সেকশন
মোবাইল ফোনে সাধারণত বডি, ক্যাসিং, ফ্রন্ট ও ব্যাক কভার ,মেমোরি কার্ড স্লট ,সিম কার্ড স্লট ,ডিসপ্লে কিপ্যাড ,এবং লজিক বোর্ড এবং মাদারবোর্ড বা সার্কিট বোর্ড থাকে ।এসব মোবাইল ফোনের কভার ব্যাক কভার এবং মেমোরি কার্ডের প্রত্যেকটির আলাদা আলাদা কাজ রয়েছে। মোবাইল ফোনের কভার মোবাইল সৌন্দর্য বৃদ্ধি, করে এবং মেমোরি কার্ড স্লট সিম স্লট কিপ্যাড আলাদা আলাদা কাজ করে।
মোবাইল ফোনের মূল হলো মাদারবোর্ড বা সার্কিট বোর্ড, এই
মাদারবোর্ড বা সার্কিট বোর্ড এর মাধ্যমে ই পুরো মোবাইলটাকে পরিচালনা করা হয়।
মোবাইল ফোনের সমস্ত ফাংশন এবং সমস্ত কারিকুলাম এই মাদারবোর্ডে আইসিতে ইন্সটল করা
থাকে, মাদারবোর্ড এর বিভিন্ন সেকশনে বিভিন্ন রকমের আইসি ব্যবহার করা হয় বিভিন্ন
কাজের ক্ষেত্রে।
মোবাইল ফোনে বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা
মোবাইল ফোনের মাদারবোর্ড কে সাধারণত তিন ভাগে বিভক্ত করা হয়
- নেটওয়ার্ক সেকশন
- কন্ট্রোল সেকশন
- পাওয়ার সেকশন
নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশন এ আর এক্স টি এক্স
সুইজের মাধ্যমে ফোনে আগত ভয়েজ বা ডাটা সিগন্যাল সমতুল্য রেডিও
ফ্রিকোয়েন্সি গ্রহণ করার সময় আর এক্স টি এক্স সুইচ আর এক্স বা রিসিভার মোডে
সংযুক্ত হয়ে রেডিও ফ্রিকুয়েন্সি কে গ্রহণ করে প্রসেস করে কন্ট্রোল সেকশনে
প্রেরণ করে। এবং গায়কের সিগন্যাল প্রেরণ করার সময় পাওয়ার এমপ্লিফায়ার বা
পাওয়ার ফ্রিকোয়েন্সি এর মাধ্যমে সমতুল্য রেডিও ফ্রিকুয়েন্সিতে রূপান্তরিত করে
সুইচটি টিএক্স বা ট্রান্স মিটার মোডে সংযুক্ত হয়ে রেডিও
ফ্রিকোয়েন্সি প্রেরণ করে।
নেটওয়ার্ক সেকশনের প্রধান প্রধান কম্পনেন্ট সমূহ: অ্যান্টেনা সুইচ ,পিএফ ,আরএফ
বা নেটওয়ার্ক আইসি এবং কাপলার ইত্যাদি
কন্ট্রোল সেকশন মোবাইল ফোনের কন্ট্রোল সেকশনের প্রধান কম্পনেন্ট হলো ( সিপিইউ ) যার পূর্ণ রূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং ( র্যাম ) যার পূর্ণ রূপ রেনডম এক্সেস মেমোরি। সিপিইউ মাদারবোর্ডের বিভিন্ন সেকশনকে নিয়ন্ত্রণ করে, এবং গণিতিক এবং ও যৌক্তিক কাজ সমাধান করে মোবাইল ফোনের সাধারণত মিডিয়াট্রিক স্পেডট্রাম এবং এসডিপি সিপিইউ ব্যবহার করা হয়। র্যাম অস্থায়ীভাবে ডাটা সংগ্রহ করে এবং প্রয়োজনে ইহা ব্যবহার করে মাদারবোর্ডের সিপিইউ এর পাশেই র্যাম এর অবস্থান থাকে।
পাওয়ার সেকশন পাওয়ার সেকশন মাদারবোর্ডের পাওয়ার সরবরাহ ও
নিয়ন্ত্রণ এবং চার্জিং নিয়ন্ত্রণ করে। পাওয়ার সেকশন এর প্রধান কম্পনেন্ট সমূহ
যথা চার্জিং আইসি, পাওয়ার আইসি, রেজিস্টর, চার্জিং, ডায়োড এবং ব্যাটারি
কানেক্টর ইত্যাদি
মোবাইল ফোন এসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলি
মোবাইল ফোনের মাদারবোর্ড একটি প্লাস্টিক বডিতে স্ক্র বা লকের সাহায্যে আটকানো
থাকে এবং দুই পাশে ফোন বা ব্যাক কভার কে আবদ্ধ করে রাখে ফোন কভার স্ক্র বা
লক দিয়ে লাগানো থাকে। মোবাইলে ফোনের জনিত বিভিন্ন ত্রুটি মেরামতের লক্ষ্যে
মোবাইল ফোনের বডি ক্যাচিং,মাদারবোর্ড খুলতে হয় বা এটাকেই ডিসএসেম্বলি করতে হয়
এবং মেরামত শেষে ফোনটি অ্যাসেম্বলিং করতে হয়। বা মেরামত শেষে সব আবার আগের
মত একত্রিত করে চালু করতে হয় এটাকেই ডিসঅ্যাসেম্বলিং এবং এসেম্বলি বলে।
মোবাইল ফোন অ্যাসেম্বলিং এবং
ডিসঅ্যাসেম্বলিং সরঞ্জাম
মোবাইল ফোন সার্ভিসিং বা মেরামত কাজে প্রয়োজন একটু সরঞ্জাম যথাযথ ব্যবহার করা
মোবাইল ফোন দিস এসেম্বলি করা হয় বা সার্ভিসিং বা মেরামত কাজ শেষে অ্যাসেম্বলিং
করা হয় নিম্নে ফোন সার্ভিসিং বা মেরামত কাজে ব্যবহৃত টুলস সরঞ্জাম সময়ের বর্ণনা
দেওয়া হল।
প্রিসিসন স্রু ড্রাইভার সেট, লং নোজ প্লায়ার্স, টুইজার, মোবাইল ওপেনার, ওয়্যার ব্রাশ, ব্লেড কাটার বা এন্টি কাটার, পয়েন্ট কাটার, পিসিবি হোল্ডার, ম্যাগনিফাই গ্লাস উইথ ল্যাম্প, হট এয়ার গান বা হট গান, হেয়ার ডায়ার বা হট হেয়ার ডায়ার , এলসিডি ডিভাইস মেশিন।
মোবাইল ফোন ডিসঅ্যাসেম্বলিং করার ধাপসমূহ
সেলফোন বা মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সচরাচর আমাদের নানান রকম ত্রুটির সম্মুখীন হতে হয় মোবাইল এর এই ত্রুটি মেরামত করার জন্য অ্যাসেম্বলিং বা ডিসঅ্যাসেম্বলিন করতে হয় নিম্নে মোবাইল ফোন ডিসঅ্যাসেম্বলিং করার ধাপসহ বর্ণনা করা হলো।
- মোবাইল ফোনের সুইচ বন্ধ করি
- মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ব্যাক কভার পৃথক করি
- মোবাইল ফোন হতে ব্যাটারি পৃথক করি
- মোবাইল ফোনে মেমোরি কার্ড ও সিম কার্ড পৃথক করি
- মোবাইল ফোনের স্ক্রু চিহ্নিত করি এবং স্ক্রু ড্রাইভার ব্যবহার করে এই স্কুলগুলো আলাদা আলাদা মোবাইলের আলাদা রকম হয়
- মোবাইল ওপেনের দিয়ে মোবাইল ফোনে ফন্ট কভার পৃথক করি ফিচার মোবাইলে ফোনের ফোন কভার ব্যাক কভার ও বডি সাধারণত প্লাস্টিক বা পলিকার হয় তবে স্মার্টফোনে পলিকার্বনেট প্লাস্টিক মেটাল বা অ্যালুমিনিয়ামের হয়
- বা মোবাইল ওপেনার দিয়ে বডি হতে মাদারবোর্ড বা চিফ বোর্ডকে পৃথক করি
- টুইজার দিয়ে এলসিডি এর লক খুলে এলসিডি পৃথক করি
- সার্কিট বোর্ড বা মাদারবোর্ড এর সাথে ডিসপ্লে সংযুক্ত করি
- মাদারবোর্ডে মোবাইল ফোনের বডির সাথে সংযুক্ত করি
- ফন্ট কভার সংযুক্ত করে স্ক্র ড্রাইভার দিয়ে স্ক্র সংযুক্ত করি
- মেমোরি কার্ড ও সিম কার্ড স্পটে সংযুক্ত করি
- ব্যাটারি মোবাইল ফোনের সংযুক্ত করি
- মোবাইল ফোনের ব্যাক কভার সংযুক্ত করি
- ব্যাক কভারের লক যথাযথভাবে আটকাই
- মোবাইল ফোনের পাওয়ার অন করি
উপসংহার
মোবাইল ফোনের ব্যবহার অপরিহার্য বর্তমান সারা বিশ্বে প্রায় মোবাইল ফোন
ইন্টারনেট ও প্রযুক্তি দিক দিয়ে অনেক এগিয়ে ।মোবাইল ফোন যোগাযোগ মাধ্যমকে
যেমন সহজ করে দিয়েছে, তেমনি এর কিছু ক্ষতিকর দিক রয়েছে মোবাইল ফোন শরীরের
অনেক ক্ষতি করে হার্টের ক্ষতি করে গবেষণায় পাওয়া গেছে ।তবে যেহেতু যোগাযোগ
মাধ্যম সহজ হওয়ার কারণে আমরা সেলফোন বা মোবাইল ফোন ব্যবহার করে থাকি সে
ক্ষেত্রে আমাদের সেলফোন অ্যাসেম্বলিং এবং ডিস অ্যাসেম্বলিং করার প্রয়োজন
অপরিহার্য।
No comments:
Post a Comment