ফিচার মোবাইল ফোন মেরামত ও সার্ভিসিং এর প্রক্রিয়া কি
ভয়েস ও ডাটা আদান প্রদান ছবি ক্যাপচার ভিডিও রেকর্ডিং এবং মাল্টিমিডিয়ার সুবিধাসমলিত স্মার্টফোনের তুলনায় স্বল্প বাজেটের ফোন হল ফিচার ফোন। যার ফলে সর্বাধিক মোবাইল ফোন ব্যবহারকারী ফিচার ফোন ব্যবহার করে ।ফিচার ফোন স্বল্প ক্রয় কৃত দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য ফোন হলেও ব্যবহারের ফলে প্রায়সই ফিচার ফোনের নানাভিদ সমস্যা বা ত্রুটি দেখা যায়।
এ সকল সমস্যার সমাধান কল্পে ফিচার ফোন মেরামত করতে হয় ,তাই ফোন মেরামত বা সার্ভিসিং করা একটি পেশা হিসেবে নিতে পারেন ফিচার ফোনের সমস্যা রয়েছে এগুলো নির্ণয় করতে পারলে আপনি নিজেই ফিচার ফোন মেরামত বা সার্ভিসিং করতে পারবেন। ফিচার ফোনের কিপ্যাড সেকশনে ত্রুটি নির্ণয় ও মেরামত ডিসপ্লেসেকশনে দুটি নির্ণয় ও মেরামত,চার্জিং সেকশনের দুটি নির্ণয় ও মেরামত ,সিম কার্ড সেকশনের দুটি নির্ণয় ও মেরামত ,এবং নেটওয়ার্ক সেকশন করতে হবে।
পেজ সূচিপত্র: ফিচার মোবাইল ফোন মেরামত ও সার্ভিসিং এর প্রক্রিয়া কি
- ভূমিকা
- ফিচার মোবাইল ফোনের মৌলিক ধারণা কি
- ফিচার মোবাইল ফোনের বিভিন্ন ফাংশন কি
- ফিচার মোবাইল ফোনের বিভিন্ন সেকশন
- ফিচার মোবাইল ফোনের বিভিন্ন কম্পনেন্ট এর কাজ বর্ণনা
- ফিচার মোবাইল ফোনের ত্রুটি নির্ণয়
- উপসংহার
ভূমিকা
ফিচার মোবাইল ফোন বলতে আমরা বুঝি কিপ্যাড মোবাইল ফোন বা বাটন মোবাইল ফোন। মোবাইল
ফোনের ভূমিকা অপরিসীম ,এবং মোবাইল ফোন মেরামত ও সার্ভিসিং এর
প্রক্রিয়া নেতিবাচক ফিচার ফোন মেরামতের মৌলিক ধারণা থাকা বাঞ্ছনীয় ।ফিচার
মোবাইল ফোনে নানা রকম সিস্টেম যোগ করা রয়েছে তার মাঝে কিপ্যাড সেকশনটা খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।এছাড়াও চার্জার ,ডিসপ্লে, ভাইব্রেটর ,ইন্ডিকেটর,
সিম কার্ড স্লট, মেমোরি কার্ড স্লট ইত্যাদি রয়েছে ফিচার ফোন মেরামত ও সার্ভিসিং
করা বা তার একটি মৌলিক ধারণা আমরা নিতে পারি।
ফিচার মোবাইল ফোনের মৌলিক ধারণা কি
ফিচার মোবাইল ফোনের একটি রূপ বা শ্রেণী যা প্রবীণ প্রজন্মের মোবাইল টেলিফোনের ফর্ম ফ্যাক্টরিটি ধরে রাখে। এটি মূলত পেজ বাটন ভিত্তিক ইনপুট এবং একটি ছোট টাচ বিহীন টিএফটি এলসিডি ডিসপ্লে যুক্ত মোবাইল ফোন। আধুনিক টাচস্ক্রিনের স্মার্টফোনের সাথে তুলনা করা হলে ফিচার ফোনকে মাঝে মাঝে বোবা ফোন বলা হয়, গুগলের অ্যান্ড্রয়েড বা অ্যাপল এর আইওএস এর মত জটিল মোবাইল অপারেটিং সিস্টেম এর বিপরীতে এটি একটি ছোট এবং সাধারণ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহ একটি কমপ্লেক্স অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ফোন।
আরো পড়ুন: মোবাইল ফোনের মৌলিক ধারণা ও কার্যপ্রণালী কি কি
ফিচার ফোন সাধারণত ভয়েস কলিং এবং পাঠ্যবার্তা টেক্সট এসএমএস পূরণের সুবিধা থাকে এবং পাশাপাশি বেসিক মাল্টিমিডিয়া ও ইন্টারনেট ব্যবহার এবং ব্যবহারকারীর মোবাইল নেটওয়ার্ক অপারেটর দ্বারা প্রদত্ত অন্যান্য পরিষেবা সরবরাহ করে। ফিচার ফোনের হার্ডওয়ারটি তে টিএফটি এলসিডি স্ক্রিন একটি হার্ডওয়ার নোটিফিকেশন এলইডি ,একটি মাইক্রো ইউএসবি পোর্ট, একটি ফিজিক্যাল কিবোর্ড, একটি মাইক্রোফোন ,একটি মাইক্রো এসডি কার্ড স্লট, ভিডিও রেকর্ড এবং ক্যাপচার এর জন্য একটি ব্যাক ক্যামেরা অন্তর্ভুক্ত থাকে।
এতে জিপিএ (GPA ) পরিষেবা থাকে একটি প্রাথমিক এপ্লিকেশন স্টোর অন্তর্ভুক্ত
রয়েছে যাতে কিছু বেসিক মোবাইল অ্যাপ্লিকেশন যেমন ক্যালেন্ডার ক্যালকুলেটর এবং
মোবাইল গেমস অন্তর্ভুক্ত।
ফিচার মোবাইল ফোনের বিভিন্ন ফাংশন কি
ফিচার ফোনে নাম্বার ডায়ালিং কল করা কল রিসিভ করা এবং পাঠ্য বার্তা তার টেক্সট (এসএমএস) পূরণ করার জন্য একটি ফিজিক্যাল কিবোর্ড ব্যবহার করা হয়।জিএসএম (GSM) ফোনের মধ্যে কোন অ্যাকাউন্ট কে অদল বদলানোর জন্য সিম কার্ড ব্যবহার করে এবং আন্তর্জাতিক মোবাইল সরঞ্জাম সনাক্তকরণ নম্বর দ্বারা স্বতন্ত্রভাবে চিহ্নিত করা হয় যেটাকে আমরা IMEI নাম্বার বলি।
সকল মোবাইল ফোন সেলুলার নেটওয়ার্ক গুলোতে কাজ করার জন্য ডিজাইন করা হয়, এবং সেগুলোর একটি স্ট্যান্ডার্ড সার্ভিস সেট রয়েছে। যা বিভিন্ন ধরনের ফোন এবং বিভিন্ন দেশে ফোন করে একে অপরের সাথে যোগাযোগ করতে দেয়। ফিচার ফোনে রোমিং সুবিধা রয়েছে যা বিভিন্ন দেশের অপারেটর গুলোর সাথে রোমিং চুক্তি রয়েছে তা সরবরাহ করে একাধিক দেশে একই ফোন ব্যবহার করার অনুমতি দেয়।
কিছু ফিচার ফোনে ডাটা ও ইমেইল প্রেরণ এবং গ্রহণ করার জন্য জিপিআরএস(GPRS)এর মত প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট এক্সেস করার সুবিধা রয়েছে ফিচার ফোনে ঘড়ি এলার্ম ক্যালেন্ডার ক্যালকুলেটর এবং গেম এর মতো এপ্লিকেশন রয়েছে।
ফিচার মোবাইল ফোনের বিভিন্ন সেকশন
- কীবোর্ড বা কিপ্যাড সেকশন
- ডিসপ্লে সেকশন
- সিম কার্ড সেকশন
- নেটওয়ার্ক সেকশন
- মাইক্রোফোন ইন্টারফেস সেকশন
- ইয়ার স্পিকার সেকশন
- স্পিকার বা রিংগার সেকশন
- ভাইব্রেটর সেকশন
- ব্যাটারি চার্জিং সেকশন
- পাওয়ার সেকশন
- হ্যান্ডস ফ্রি বা ইয়ারফোন সেকশন
- ক্যামেরা সেকশন
- এফ এম রেডিও সেকশন
- মেমোরি কার্ড সেকশন
- ব্লুটুথ সেকশন
আরো পড়ুন:মোবাইল ফোনের অ্যাসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলি কি
ফিচার মোবাইল ফোনের বিভিন্ন কম্পনেন্ট এর কাজ বর্ণনা
অ্যান্টেনা অ্যান্টেনা রেডিও ফ্রিকোয়েন্সি বহন করে এবং প্রেরণ করতে ব্যবহৃত হয় এটি মোবাইল ফোনের ক্যাবিনেটে অন্তনির্মিত এটি কে ইনভিল্ট এন্ড বলা হয়।
ব্যাটারি ব্যাটারি মোবাইল ফোন এর বিদ্যুৎ সরবরাহ একমাত্র উৎস মোবাইল ফোনে সাধারণত তিন দশমিক সাত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয় কিছু ফোনে নিকেল ক্যাডমিয়াম ,নিকেল মেটাল হাইডাইড ব্যাটারি ব্যবহার করা হয়।
ব্যাটারি চার্জার মোবাইল ফোনের ব্যাটারি রিচার্জ করতে বিভিন্ন ধরনের চার্জার ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে সাধারণ ব্যাটারি চার্জার ট্রাভেল অ্যাডাপ্টর, সিগার লাইটার অ্যাডাপ্টর ইত্যাদি।
কিপ্যাড নাম্বার ডায়ালিং এবং পাঠ্য বার্তা টেক্সট এসএমএস প্রেরণ
করার জন্য কিপ্যাড ব্যবহার করা হয়।
সিপিইউ যার পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটি মোবাইল ফোনের
প্রধান কন্ট্রোল সেকশন এটি সমস্ত ফাংশন নিয়ন্ত্রণ করে এবং সমস্ত প্রসেসিং কাজ
সম্পন্ন করে।
র্যাম রেনডম এক্সেস মেমোরি এটি একটি ক্ষয়যোগ্য স্মৃতি
যেখানে পুরনো ডাটা এবং তথ্য মুছতে পারে নতুন ডাটা এবং তথ্য সংরক্ষণ করা যায় ।
রম এর পূর্ণর রেড অনলি মেমোরি ূপ এমন একটি স্মৃতি যা কেবল
প্রথম যোগ্য এটি মোছা যায় না রম এর তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।
ডিসপ্লে মোবাইল ফোনের এই অংশটি সমস্ত তথ্য প্রদর্শনের জন্য ব্যবহার
করা হয় মোবাইল ফোনে ডিসপ্লে সাধারণত টিএফটি এলসিডি ভি এফ ডি ব্যবহার করা
হয়।
অ্যান্টেনা সুইস এন্টেনা সুইচ মোবাইল ফোনের রেডিও ফ্রিকুয়েন্সি
গহন প্রেরণ এবং সুইচিং এর কাজ করে।
অডিও আইসি এই আইসিটির প্রধান কাজ হল অডিও ফ্রিকুয়েন্সি পরিচালনা
নিয়ন্ত্রণ এবং শব্দ উৎপাদন করা।
এলইডি এটি কিবোর্ড এবং ডিসপ্লে তে আলো তৈরি করতে ব্যবহৃত হয় মোবাইল
ফোনের টর্চ লাইট সুবিধা পাওয়ার জন্য এলইডি ব্যবহার করা হয়।
আর এফ ক্রিস্টাল আর এফ ক্রিস্টাল মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সেল ফোন সাধারণত ১৩ মেগাহার্টজ, ২৬ মেগা হার্টজ, ১৯.২ মেগাহার্টজ ৩৬.০৪ মেগা হার্টজ ক্রিস্টাল ব্যবহৃত হয়। এই ক্রিস্টাল ত্রুটিযুক্ত থাকলে কোনটি অকার্যকর হয়ে যায়।
এয়ার স্পিকার এয়ার স্পিকার মোবাইল ফোনের উপরের দিকে মাউন্ট করা থাকে এটি মোবাইল ফোনে কথা বলার সময় শব্দ শুনতে সহায়তা করে।
মাইক্রোফোন মোবাইল ফোনে কথা বলার সময় এটি কথা বা ভয়েস
সিগন্যাল কে সমতুল্য বৈদ্যুতিক সংকেতে বা টোন সংকেতে রূপান্তরিত করে। পরবর্তীতে
এই সংকেতটি অডিও আইসিতে প্রেরণ করা হয়।
ভাইব্রেটর মটর এটি সাইলেন্ট মোডে বা বিকল্প চালু থাকা অবস্থায় আগত
কল বা বার্তাগুলোর সময় কম্পন সর্তকতা সরবরাহ করে।
সিম কার্ড স্লট সিম কার্ড ব্যবহার এবং সিম কার্ডের ডাটা সিপিইউতে
প্রেরনের জন্য সিম কার্ড স্লট ব্যবহার করা হয়।
মেমোরি কার্ড স্লট বাহিক্য মেমরি স্টোরেজ কার্ড যেমন ফটো ভিডিও
অডিও ইত্যাদির মতো ডাটা সঞ্চয় করতে এসডি কার্ড মিনি এসডি কার্ড এবং মাইক্রো এসডি
কার্ড ব্যবহারিত হয় বহিরাগত মেমোরি মোবাইল ফোনে সংযুক্ত করার জন্য মেমোরি কার্ড
স্লট ব্যবহার করা হয়।
হ্যান্ডস ফ্রি কানেক্টর হ্যান্ডস ফ্রি কানেক্টর মাধ্যমে মোবাইল ফোনে হেডফোন বা কানের ফোন ব্যবহার করে ফোনটি হাতে না ধরে কথোপকথন চালিয়ে যেতে সহায়তা করে।
ইউএসবি কানেক্টর মোবাইল ফোন চার্জিং এবং ডাটা আদান প্রদানের জন্য
মাইক্রো ইউএসবি কানেক্টর ব্যবহার করা হয়।
ক্যামেরা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড এবং ছবি ক্যাপচার এর জন্য
এই ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়।
ফিচার মোবাইল ফোনের ত্রুটি নির্ণয়
ফিচার মোবাইল ফোনের ত্রুটি নির্ণয় করতে প্রথমে আমাদের মোবাইল ফোনটি দেখতে হবে যে ফোনে কি ত্রুটি রয়েছে ,এবং সেটি ফোন ডিসঅ্যাসেম্বলিং করতে হবে কি না বা ডিসঅ্যাসেম্বলিং না করেই ফোন মেরামত করা যাবে কি না। যদি ডিসঅ্যাসেম্বলিং করতে হয় তাহলে ফোন ডিসঅ্যাসেম্বলিং করার যে নিয়ম রয়েছে সে নিয়ম অনুযায়ী করতে হবে এবং ফোনের যে ত্রুটি রয়েছে সেটি নির্ণয় করতে হবে।
ফোনের ত্রুটি নির্ণয় করা সম্পূর্ণ হলে ত্রুটিকৃত আই সি ,সার্কিট বা যেকোনো পার্টস ত্রুটি থাকলে সেটি পরিবর্তন করতে হবে, সর্বোপরি আমাদের প্রথমত ফোনের ত্রুটি নির্ণয় করতে পারলে আমরা ফোনে সঠিক সমাধান করতে পারব, এবং সঠিক সমাধান করা হয়ে গেলে সেটিকে এসেম্বলিং করতে হবে।
উপসংহার
ফোন মোবাইল ফোন মেরামত ও সার্ভিসিং এর প্রক্রিয়াটি মনোযোগ ভাবে দেখতে হবে ।এটা আমরা কোন ট্রেনিং সেন্টার বা সার্ভিসিং সেন্টার থেকে শিখতে পারি মোবাইল ফোন মেরামত ও সার্ভিসিং করার জন্য প্রথমত আমাদের আগে জানতে হবে বা সার্ভিসিং করা শিখতে হবে নতুবা আমাদের হাতে আমাদের শখের ফোনটি নষ্ট হতে পারে।তাই উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে প্রথমত সার্ভিসিং সেন্টার অথবা যে কোন ট্রেনিং সেন্টার হতে মোবাইল সার্ভিসিং বা মেরামতের প্রশিক্ষণ নিতে হবে,তাহলে আমরা স্বয়ং সম্পূর্ণভাবে একটি ফিচার মোবাইল ফোন মেরামত ও সার্ভিসিং করতে পারব।
No comments:
Post a Comment