Buying কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড, আর্টিকেল রাইটিং এর স্ট্রাটেজি, টপিক খোঁজা, কিওয়ার্ড এনালাইসিস, গেস্ট ব্লগিং ,google কনটেন্ট পলিসি
Buying কিওয়ার্ড বলতে বুঝি কোন বিষয়ের ভিত্তিতে যে আর্টিকেল লিখা হয় তার মূল যে টাইটেল থাকে বা যে টাইটেল দিয়ে গুগলে সার্চ করা হয় তাকে Buying কি আর্ট বলে। লংটেইল কিওয়ার্ড বলতেন আমরা জানি কিওয়ার্ড ৫ শব্দের বেশি থাকে সেই কিওয়ার্ডগুলো লং টিল্কিওয়ার্ড।
আর্টিকেল রাইটিং স্ট্যাটাজি বলতে আমরা কি নিয়ে আর্টিকেল লিখব বুঝতে পারছি না এবং সে জন্য গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে দেখছি পাঠকরা কি বিষয়ে আগ্রহী যে বিষয়ে আগ্রহী ওই বিষয় নিয়ে আর্টিকেল লেখার চিন্তাভাবনা করা। টপিক খোঁজা হচ্ছে আর্টিকেল লিখার একটি সাবটাইটেল আমরা কোন বিষয়ের উপর আর্টিকেলটি লিখব এটাই টপিক।
পেজ সূচিপত্র: Buying কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড, আর্টিকেল রাইটিং এর স্ট্রাটেজি, টপিক খোঁজা, কিওয়ার্ড এনালাইসিস, গেস্ট ব্লগিং ,google কনটেন্ট পলিসি
- ভূমিকা
- Buying কিওয়ার্ড রেংক করে করে টাকা ইনকাম
- লং টেইল কিওয়ার্ড বিশ্লেষণ
- আর্টিকেল রাইটিং, টপিক খোঁজা কিওড এনালাইসিস
- গেস্ট ব্লগিং কি, সুবিধা অসুবিধা ও কিভাবে করবেন
- গুগল কন্টেন্ট পলিসি কি
ভূমিকা
কিওয়ার্ড অ্যানালাইসিস বলতে আমরা বুঝি যে কোন কিওয়ার্ড গুলো গুগল র্যাংকিং এগিয়ে আছেবা পাঠক কোন কেয়ার দিয়ে গুগলে সার্চ করছে এটা আমাদের এনালাইসিস করতে হবে এবং ওই কেয়ারের উপরেই ভিত্তি করে আর্টিকেল লিখতে হবে।গেস্ট ব্লগিং কে গেস্ট পোস্টিং ও বলা হয় এটি হল এটি একটি এসিও টেকনিক বা কনটেন্ট মার্কেটিং বলা যায় কেউ অন্য একটি ব্লগ সাইটের জন্য কনটেন্ট রেডি করে এবং এটি পাবলিশ করে আমরা এটাকে অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতন বুঝতে পারি।
Buying কিওয়ার্ড রেংক করে করে টাকা ইনকাম
Buying কিওয়ার্ড বলতে আমরা বুঝি আমাদের কোন আর্টিকেলের মেইন টাইটেল যেটা বা যেটা দিয়ে গুগলে সার্চ করলে সহজেই পাওয়া যায় সেটাকেই Buying কিওয়ার্ড র্যাঙ্ক করে টাকা ইনকাম করা যায় যেমন আপনার কোন আর্টিকেল পোস্ট করার পরে সে আর্টিকেলটি দি র্যাংকিংয়ে না আসে তাহলে আর্টিকেল এর টাইটেল অথবা কিওয়ার্ড ভুল রয়েছে আমরা প্রতিনিয়ত গুগলে যা সার্চ করি হয়তোবা তার মাঝে সেই আমাদের দেখতে হবে পাঠক কি লিখে গুগল সার্চ করছে। পাঠকের চাহিদা অনুযায়ী আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে পারলেই আমাদের কিওয়ার্ড রেংক করবে।
আরো পড়ুন: ইন্টারনেট ব্যবহারে শিক্ষার মান উন্নয়ন ও আইসিটির ভূমিকা কি
লং টেইল কিউট বিশ্লেষণ
লং টেইল বিশ্লেষণ বলতে পাঁচ শব্দের অধিক কিওয়ার্ড দিয়ে যেই টাইটেল বা সাবটাইটেল তৈরি করা হয় তাকে লং টেইল কিওয়ার্ড বলে। আমরা অনেক সময় অনেক ছোট কিওয়ার্ড দিয়ে সার্চ করি যেমন টপিক কি, ইউআরএল কি, গুগল কি এগুলো লং টেইল কিওয়ার্ড এর মধ্যে পড়ে না । লংটেইল কিওয়ার্ড হচ্ছে যেমন আর্টিকেল রাইটিং এর স্ট্রটেজি কি বা কিভাবে লিখব,Buying কিওয়ার্ড রেংক করে কিভাবে টাকা ইনকাম করব ইত্যাদি
আর্টিকেল রাইটিং, টপিক খোঁজা কিওয়ার্ড এনালাইসিস
আর্টিকেল রাইটিং ট্রপিক খোঁজা এবং কিওয়ার্ড এনালাইসিস করা একটি আর্টিকেল লিখার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা আর্টিকেল লেখার পূর্বে অবশ্যই আমাদের জানা উচিত যে আমরা কোন বিষয়ের উপরে আর্টিকেলটি লিখছি আর এই বিষয়টি হচ্ছে ট্রপিক আমাদের আর্টিকেল লেখার পূর্বে ভালোভাবে আগে ট্রপিক খুঁজতে হবে এবং এই ট্রপিক গুলোর কিওয়ার্ড এনালাইসিস করতে হবে। পাঠক এই টপিক গুলোতেই কোন কিওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করছে।
এখন একই ট্রপিক আমরা যদি এমন কোন কিওয়ার্ড ব্যবহার করলাম পাঠক ব্যবহার করে না বা এই কিওয়ার্ড কেউ সার্চ করে না, তাহলে আমাদের আর্টিকেল কখনোই ranking এ আসবেনা আমাদের তাহলে অবশ্যই কেয়ার এনালাইসিস করতে হবে যে পাঠক কোন কোন বিষয়ের উপরে কিওয়ার্ড লিখে গুগল সার্চ ইঞ্জিন সার্চ করছে
গেস্ট ব্লগিং কি, সুবিধা অসুবিধা ও কিভাবে করবেন
গেস্ট ব্লগিং বলতে আমরা যেটা বুঝতে পারি লগইন শব্দের অর্থ লেখালেখি করা বা আর্টিকেল রাইট করা, আর গেস্ট শব্দের অর্থ অতিথি বা অতিথি হিসেবে কোন একটি ওয়েবসাইট বা কোন প্রতিষ্ঠানের আন্ডারে আপনি ব্লগিং করলেন এটাকেই গেস্ট ব্লগিং বলে। গেস্ট ব্লগিং এর কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে তার মধ্যে সুবিধাগুলো হচ্ছে যেমন ধরুন আপনি ব্লগিং করতে পারেন আপনার ওয়েবসাইট আছে কিন্তু আপনার ওয়েবসাইটটি নতুন সে ক্ষেত্রে আপনি অন্য কোন ভাল ওয়েবসাইটে বা তার মালিকের সঙ্গে কথা বলে তার ওয়েবসাইটে আপনি ব্লগিং করলেন আপনি তার কাছে ব্লক টা এককালীন বিক্রি করে দিলেন।
তারপর সে ওই ব্লক পোষ্ট থেকে আয় করতে পারল কি পারলো না সেটা একমাত্র তার ব্যাপার আপনার কিছু নাই আবার অসুবিধা যদি দেখতে যাই তাহলে আপনি যে পোস্ট বা আর্টিকেলটি লিখে দিলেন সেই আর্টিকেলটি আপনি এককালীন কার কাছে বিক্রি করে দিয়েছেন এখন সেই আর্টিকেল দিয়ে সে হাজার ডলারের উপরে ইনকাম করছে বা আপনার লেখা সেই আর্টিকেলটি প্রথমে রয়েছে তাহলে এটা আপনার একটি লস পয়েন্ট হিসেবে ধরতে পারেন তো গেস্ট ব্লগিং এর চারটি মাধ্যম রয়েছে তার মধ্যে একটি
ফেরি করে বিক্রি করা: বিক্রি করে বিক্রি করা বলতে ধরুন আপনি গুগলে সার্চ দিলেন যে বাংলাদেশের জনপ্রিয় ব্লগিং ওয়েবসাইট গুলো কি এবং তাদের যে ওনার আছে বা মালিক তাদের সাথে কথা বলে নিলেন যে আপনি তাদের হয়ে গেস্ট ব্লগিং করবেন।
এবং আপনি তাদের ব্লগ লিখে অথবা আপনের একটি পেজ বা আইডি আছে ফেসবুকের আপনি সেখানে একটি সুন্দর করে পোস্টার বা ব্যানার তৈরি করলেন যে আপনি গেস্ট ব্লগিং করেন এক্ষেত্রে এটা মার্কেটিং হওয়ার পরে বা অনেক মানুষের কাছে পৌঁছানোর পরে যাদের গেস্ট লগইন বা গেস্ট ব্লগার দরকার তারা আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে হায়ার করে দিতে পারে।
মার্কেটপ্লেস এ বিক্রি করা: আপনি যদি ভালো কনটেন্ট লিখতে পারেন বা ভালো ব্লগিং করতে পারেন তাহলে আপনি মার্কেটপ্লেসে একটি দিক ওপেন করতে পারবেন সেটা ফাইবার মার্কেটপ্লেস হোক বা upwork বা ফ্রিল্যান্সার এসব মার্কেটপ্লেসে আপনি আপনার আর্টিকেল রাইটার হিসেবে গিগো ওপেন করতে পারেন। আপনি যেই ভাষার উপরে আর্টিকেল বা ব্লগ লিখবেন সেই ভাষার উপরে টার্গেট করে আপনি গিফট তৈরি করেন বা আর্টিকেল বিক্রি করতে পারবেন।
পার্ট টাইম জব: পার্ট টাইম জব বলতে আপনি আপনার প্রয়োজনীয় কাজকর্ম শেষ করে আপনার সময় মত আপনি কোন জনপ্রিয় ওয়েবসাইট বা জনপ্রিয় ব্লগিং ওয়েবসাইটের পার্ট টাইম জব করতে পারেন যে আপনার কর্ম ক্ষেত্র শেষ করে এসে আপনি সেই ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখতে পারেন।
ফুলটাইম জব: ফুলটাইম জব বলতে এখানে আপনি শুধুমাত্র ওই ওয়েবসাইট বা ওই ব্লগিং সাইট বা যেই কোম্পানির জন্য আপনি ব্লক বা আর্টিকেল লিখবেন শুধুমাত্র ওই কোম্পানিতেই বা ওই জনপ্রিয় ব্লগিং সাইডেই আপনি সর্বসময় কাজ করে যাচ্ছেন বা তাদের জন্য আর্টিকেল ব্লক রেডি করছেন। এক কথায় আপনার ওয়েবসাইট নেই আপনি অন্য একটি ওয়েবসাইটের আওতাধীন চাকুরি করে যাচ্ছেন এমন হতে পারে যে ওই কোম্পানি আপনাকে মান্থলি সেলারি অথবা ব্লগ পোস্ট এর উপরে ডিপেন্ড করে আপনাকে স্যালারি প্রদান করছে।
গুগল কন্টেন্ট পলিসি কি
গুগল এর অনেক কন্টেন্ট পলিসি রয়েছে, তার মধ্যে কপিরাইটিং পলিসি অন্যতম, গুগল কখনোই চাইবে না আপনি অন্য কারো পোস্ট কপি করেন। সেই সাথে গুগলের আরো কিছু ট্রান্স এন্ড কন্ডিশন রয়েছে যেগুলো আমরা মানতে বাধ্য বা এগুলোর বাইরে যদি আমরা গিয়ে কোন ব্লগিং বাটিক্যাল লিখি এর জন্য গুগল তার ব্যক্তিগতভাবে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকিব। এ সকল এ সকল ট্রাম্প কন্ডিশন পরিপূর্ণভাবে জানার জন্য আমরা গুগল এর কন্ডিশন গিয়ে পড়ে নিব।
আরো পড়ুন:শেয়ার মার্কেটে বিনিয়োগের সুবিধা অসুবিধা কি
উপসংহার
উপ গুরুত্বপূর্ণ বিষয়েই আমাদের জানা দরকার যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি সেহেতু উপরোক্ত বিষয়গুলো আমাদের সাথে জড়িত। আমরা চাইলেও অনেক কিছু করতে পারি আবার অনেক কিছু করতে পারবো না সে ক্ষেত্রে যেগুলো করতে পারব না তার লিগেল অ্যাপ্রুমেন্ট দরকার
No comments:
Post a Comment